অনলাইন অডিশন নিবন্ধন
অনুষ্ঠান বিভাগ, বাংলাদেশ বেতার
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
যে সকল বিভাগে আবেদন করা যাবে
  • সঙ্গীত
  • নাটক
  • উপস্থাপনা
  • সংবাদ
  • ক্রীড়া ধারাভাষ্য
  • ধর্মগ্রন্থ পাঠ
  • অন্যান্য
অনলাইনে ফরম পূরণের নিয়মাবলি
ফরম পূরণের সময় সতর্কতার সাথে প্রতিটি ধাপ সম্পন্ন করুন এবং ফরম দাখিল করার পূর্বে ভালো করে তথ্য যাচাই করে নিন।
কোন ভুল তথ্য সম্বলিত অথবা অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না।
শিল্পীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বহির্বিশ্ব কার্যক্রমের ক্ষেত্রে শিথিলযোগ্য।
ফরম পূরণের সময় বাংলা লিখার জন্য ইউনিকোড ব্যবহার করুন ।
একই সাথে সর্বোচ্চ দুই ধরনের বিষয়ে অডিশনের জন্য আবেদন করা যাবে।
গীতিকার ও নাট্যকারের বেলায় - অনলাইনে আবেদন দাখিলের প্রেক্ষিতে প্রাপ্ত আইডি নম্বর উল্লেখপূর্বক সংশ্লিস্ট বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক বরাবর গীতিকারের বেলায় নিজের লেখা ২৫টি গান এবং নাট্যকারের বেলায় নিজের লেখা নাটকের পান্ডুলিপি’র অনুলিপি সরাসরি প্রেরণ করতে হবে।
আবেদনের যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা : সংবাদ, উপস্থাপনা, ক্রীড়া ধারাভাষ্য ইত্যাদির ক্ষেত্রে নূন্যতম এইচ এস সি/সমমান ( ক্ষেত্র বিশেষ শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)।
বহির্বিশ্বের সংবাদ পাঠ এবং অনুষ্ঠান উপস্থাপনার ক্ষেত্রে লিখন, পঠন এবং সংশ্লিষ্ট ভাষায় ইংরেজি থেকে অনুবাদের যোগ্যতা থাকতে হবে।
অডিশনের সময়ে করণীয়
আবেদন সফলভাবে প্রেরণের পর আপনি শনাক্তকারী নম্বরসহ একটি প্রাপ্তি স্বীকারপত্র পাবেন। অডিশনের সময় অবশ্যই প্রাপ্তি স্বীকারপত্রের প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে।
শিক্ষাগত যোগ্যতার প্রতিটি সার্টিফিকেটের মুল কপি এবং এক সেট সত্যায়িত কপি সাথে আনতে হবে।
প্রথম শ্রেণির গেজেটেড সরকারী কর্মকর্তা / নির্বাহী ম্যাজিষ্ট্রেট অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেয়া চরিত্রগত ও জাতীয়তা সম্পর্কিত সার্টিফিকেটের মুল কপি এবং এক সেট সত্যায়িত কপি সাথে আনতে হবে।
অডিশন সংশ্লিষ্ট বিষয়ে প্রাপ্ত সার্টিফিকেটের মুল কপি এবং এক সেট সত্যায়িত কপি সাথে আনতে হবে।(যদি থাকে)
বহির্বিশ্বের সংবাদ পাঠ এবং অনুষ্ঠান উপস্থাপনার ক্ষেত্রে লিখন, পঠন এবং সংশ্লিষ্ট ভাষায় ইংরেজি থেকে অনুবাদের যোগ্যতা থাকতে হবে।
সংগীত পরিবেশনে ইচ্ছুক প্রতি প্রকারের গানের জন্য নিজের জানা অন্ততঃ ২৫(পঁচিশ)টি গানের দু’লাইনের লিখিত তালিকা আনতে হবে।
যন্ত্র শিল্পীদের নিজস্ব যন্ত্র সঙ্গে আনতে হবে।
কণ্ঠস্বর পরীক্ষার জন্য কোন টি এ/ ডি এ প্রদান করা হবে না।
আবেদনপত্র গ্রহণ বা বাতিলের সম্পূর্ণ অধিকার কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত থাকবে।
আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি।

আবেদনকারীর ছবি আপলোডের সময় বিবেচ্য বিষয়

  1. আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি হতে হবে
  2. ছবির সাইজ 100KB এর বেশি হতে পারবে না
  3. ছবিটি অবশ্যই jpg / jpeg / png হতে হবে

শিল্পীর নাম(বাংলায়) অবশ্যই পূরণ করতে হবে।
শিল্পীর নাম(ইংরেজিতে) অবশ্যই পূরণ করতে হবে।
শিল্পীর পিতার নাম(বাংলায়) অবশ্যই পূরণ করতে হবে।
শিল্পীর মাতার নাম(বাংলায়) অবশ্যই পূরণ করতে হবে।
জন্ম তারিখ অবশ্যই পূরণ করতে হবে।
জাতীয় পরিচয় পত্র / জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই পূরণ করতে হবে।